ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

সৌদি আরব

সৌদিতে বন্যায় একই পরিবারের তিনজনসহ ছয়জনের মৃত্যু

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
সৌদিতে বন্যায় একই পরিবারের তিনজনসহ ছয়জনের মৃত্যু ছবি: সংগৃহীত

রিয়াদ: সৌদি আরবের উত্তরাঞ্চলীয় প্রদেশ তুরাইফে ভারী বর্ষণ ও বন্যায় একই পরিবারের তিন সদস্যসহ ছয়জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সিভিল ডিফেন্সের মুখপাত্র ক্যাপটেন ফাহাদ আল আসমার বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, বন্যায় একটি পরিবার নিখোঁজ রয়েছে।



তিনি আরও বলেন, এক প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, উদ্ধারকারী দল বন্যাকবলিত স্থানে গাড়ির ভেতরে থেকে ওই পরিবারের ‍এক নারী সদস্য ও দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে। এছাড়া অন্য এলাকায় আরও দুই শিশু নিখোঁজ রয়েছে।

এদিকে, ভারি বর্ষণ ও ঝড়ে বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। বন্যার পরপরই সেনাবাহিনী ও উদ্ধারকর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেন।

স্থানীয়রা জানান, গত তিন দশকের মধ্যে এবারই এতো বৃষ্টিপাত হলো। বন্যার কারণে বিভিন্ন এলাকায় স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।  

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ দুর্যোগে অসুস্থ বা আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ