ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

সৌদি আরব

মিনা ট্র্যাজেডি

মায়ের মরদেহ দেখে দেশে ফিরতে চান মোজাহারুল

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
মায়ের মরদেহ দেখে দেশে ফিরতে চান মোজাহারুল

ঢাকা: শেষবারের মতো মায়ের মরদেহ দেখে দেশে ফিরে যেতে চান জামালপুর সদর উপজেলার হাটচন্দ্রা গ্রামের মোজাহারুল ইসলাম।

চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান মা ফিরোজা খানম ও ছেলে মোজাহারুল ইসলাম।

মিনায় শয়তানের উপর পাথর মারতে গিয়ে পদদলিত হয়ে মারা যান মা ফিরোজা খানম।

মোজাহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, মিনায় পাথর নিক্ষেপের সময় পদদলিত হয়ে আমার মা মারা গেলে মৃত মাকে বুকে নিয়ে কান্নারত অবস্থায় মায়ের মরদেহ নিয়ে যায় সৌদি পুলিশ। কিন্তু রোববার পর্যন্ত মায়ের মরদেহের সন্ধান পাওয়া যায়নি।

ভিসার মেয়াদ আর মাত্র ১ দিন বাকি থাকায় মায়ের মরদেহ শেষবারের মতো দেখে দেশে ফেরা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে মোজাহারুলের।

হজ পালনে গিয়ে মিনায় শয়তানের উপর পাথর নিক্ষেপের সময় পদদলিত হয়ে ৭৬৯ জন হাজির মৃত্যুর খবর নিশ্চিত করেছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে এই হিসেবের বাইরে রয়েছে ৬ বাংলাদেশি।

এদেরই একজন জামালপুর সদর উপজেলার হাটচন্দ্রা গ্রামের খন্দকার সিরাজুল ইসলামের স্ত্রী ফিরোজা খানম।

ফিরোজা খানমের মৃত্যুর খবর তার ছেলে নিশ্চিত করায় রোববার (২৭ সেপ্টেম্বর) জামালপুর সদর উপজেলার হাটচন্দ্রা গ্রামে ক‍ুলখানি অনুষ্ঠান করেন পরিবারের সদস্যরা।  

মিনার ঘটনায় এ পর্যন্ত ৯ বাংলাদেশি পরিবার তাদের স্বজনদের মৃত্যুর খবর নিশ্চিত করলেও সেটা মেনে নিচ্ছেনা সৌদি বাংলাদেশ দুতাবাস ও কনস্যুলেট।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ