ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

সৌদি আরব

মক্কার দুর্ঘটনায় ৪০ বাংলাদেশি আহত

মোহাম্মদ আল-আমীন, সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
মক্কার দুর্ঘটনায় ৪০ বাংলাদেশি আহত

রিয়াদ (সৌদি আরব): সৌদি আরবের মক্কায় প্রচ‍ণ্ড ঝড়ে নির্মাণ কাজে ব্যবহৃত ক্রেন ছিঁড়ে ১০৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই শতাধিক।

আহতদের বেশিরভাগই পবিত্র হজ পালন করতে বিভিন্ন দেশে থেকে সেখানে গিয়েছিলেন।

আহতদের মধ্যে ৪০ জন বাংলদেশি রয়েছেন বলে বাংলানিউজকে জানান জেদ্দা কনস্যুলেটের কনসাল (হজ) আসাদুজ্জামান।

তিনি জানান, আহত ৩০ জনকে মক্কার জায়েদ হাসতাপাল এবং ১০ জনকে জিয়াদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৬ জন শরীয়তপুরের রয়েছে। এছাড়া বদরগঞ্জের চান মিয়া নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জিয়াদ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের পর মক্কার হারাম শরীফের উপর ক্রেনটি ছিঁড়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে।    

বাংলাদেশ সময়: ০০২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫/আপডেটেড ০৯৫৫ ঘণ্টা
আরএ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ