ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

সৌদি আরব

সৌদিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৫
সৌদিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ছবি: সংগৃহীত

রিয়াদ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল’র (বিএনপি) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা করেছে বিএনপির সৌদি আরব শাখার পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় কমিটি।
 
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) জেদ্দার একটি কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ওই কমিটির সভাপতি আহমেদ আলী মুকিব।

সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান তপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন-সিনিয়র সহসভাপতি সিরাজুল ইসলাম, জেদ্দা মহানগর বিএনপির সভাপতি কেফায়েত উল্লাহ কিসমত, যুবদল সভাপতি মোজাম্মেল হোসেন, খন্দকার হেলাল (সিআইপি), স্থানীয় বিএনপি নেতা নুরুল আবছার, যুবদল সহসভাপতি ও কর্মজীবী দলের কেন্দ্রীয় সহসভাপতি ইসমাইল ইমন, আসহাব উদ্দিন, গিয়াস উদ্দীন, হাফিজ মেম্বার, মোহাম্মদ আলী, সোহেল সিকদার প্রমুখ।

সভায় বক্তারা সাবেক প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জীবন ও কর্মের ওপর আলোচনা করে ১৯ দফার ভিত্তিতে দলকে সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষের দিকে জিয়াউর রহমানের জীবন ও কর্মের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্রও পরিবেশন করা হয়।
 
বাংলাদেশ সময়: ০৬৩০  ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ