ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

সৌদি আরব

মক্কায় আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৫
মক্কায় আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু মোহাম্মদ আতিয়ার রহমান

রিয়াদ: হজ পালন করতে সৌদি আরবে এসে মোহাম্মদ আতিয়ার রহমান (৭৮) নামে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) মক্কা হজ মিশনের একটি সূত্র বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।



সূত্র জানায়, বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১টার দিকে মক্কা আল মোকাররমায় বার্ধক্যজনিত কারণে আতিয়ার রহমান ইন্তেকাল করেন। হজ মিশনের তথ্য অনুযায়ী চলতি বছর এ পর্যন্ত সাতজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এর মধ্যে মক্কায় পাঁচজন এবং মদিনায় দুইজন।

আতিয়ার রহমান সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর বিই-০৯৮৬৩৭৮। হজ আইডি নম্বর ১০৯৮০৩৯।

তিনি হজ পালনের উদ্দেশে পটুয়াখালী ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের মাধ্যমে গত ২২ আগস্ট সৌদি এয়ারলাইন্সের এসভি-৫৬০১ ফ্লাইটে জেদ্দায় আসেন।

এদিকে বৃহস্পতিবার (২৭ আগস্ট) পর্যন্ত সৌদিয়া এবং বিমানের ১০৮টি ফ্লাইটের মাধ্যমে ৪০ হাজার ১৯২ জন বাংলাদেশি হজ পালনের উদ্দেশে সৌদি এসে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৩৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৭ হাজার ৮০৮ জন।

আগামী ২২ সেপ্টেম্বর (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৫, আপডেট ২১৩৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ