ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

সৌদি আরব

রিয়াদে ৬৫৮ স্থানে ঈদের জামায়াত

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
রিয়াদে ৬৫৮ স্থানে ঈদের জামায়াত

রিয়াদঃ সৌদি আরবের রাজধানী রিয়াদে ৬৫৮টি স্থানে ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৬২৫টি জামায়াত মসজিদে এবং ৩৩টি উন্মক্ত মাঠে হবে।



সৌদি ধর্ম মন্ত্রণালয় এক ঘোষণায় একথা জানিয়েছে।

ঘোষণায় বলা হয়, রিয়াদে ঈদুল ফিতরের প্রথম জামায়াত হবে ভোর ৫টা ৩৫ মিনিটে।

রিয়াদের সোলেমানিয়া, ধীরা এবং মানফোয়া এলাকায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

রিয়াদের প্রথম এবং প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে ধীরা জাতীয় মসজিদে। সৌদি গ্রান্ড মুফতি আব্দুল আজিজ আল শেইখ সেখানে ইমামতি করবেন।

বৃহস্পতিবার (১৬ ‍জুলাই) সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে শুক্রবার (১৭ জুলাই) ঈদুল ফিতর উদযাপিত হবে।

বুধবার (১৫ জুলাই) সৌদি আরবের সুপ্রিমকোর্ট এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায়।

প্রজ্ঞাপনে বৃহস্পতিবার মাগরিবের (সন্ধ্যা) পর খালি চোখে চাঁদ দেখা গেলে নিকটস্থ কোর্টে জানানোর জন্য সৌদি নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্ট।

যদি বৃহস্পতিবার খালি চোখে চাঁদ দেখা না যায় তাহলে ৩০ রোজা পূর্ণ করে শনিবার ঈদুল ফিতর হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ