ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

সৌদি আরব

বৃহস্পতিবার চাঁদ দেখা গেলে শুক্রবার সৌদিতে ঈদ

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
বৃহস্পতিবার চাঁদ দেখা গেলে শুক্রবার সৌদিতে ঈদ (ফাইল ফটো)

রিয়াদ: ১৬ ‍জুলাই বৃহস্পতিবার সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে শুক্রবার (১৭ জুলাই) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

বুধবার (১৫ জুলাই) সৌদি আরবের সুপ্রিম কোর্ট এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায়।



প্রজ্ঞাপনে বৃহস্পতিবার মাগরিবের (সন্ধ্যা) পর খালি চোখে চাঁদ দেখা গেলে নিকস্থ কোর্টে জানানোর জন্য সৌদি নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্ট।

চন্দ্র মাসের হিসাব অনুযায়ী বৃহস্পতিবার ২৯ রমজান। সে অনুযায়ী ওইদিন চাঁদ দেখা গেলে শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে।

যদি বৃহস্পতিবার খালি চোখে চাঁদ দেখা না যায় তাহলে ৩০ রোজা পূর্ণ করে শনিবার ঈদুল ফিতর হবে।

সৌদি আরবে চাঁদ দেখা বিষয়ে সিদ্ধান্ত নেয় দেশটির সুপ্রিম কোর্ট। দেশের প্রত্যন্ত অঞ্চলে চাঁদ দেখার বিষয়ে কমিটি নিয়োগ দেওয়া হয়েছে। কমিটির পাঠানো তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট।

এদিকে ঈদ উপলক্ষে সৌদি আরবে সরকারি অফিস আদালতে ছুটি শুরু হয়ে গেছে। বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানও বৃহস্পতিবার থেকে ছুটি শুরু হবে। আর তা চলবে আগামী ২২ জুলাই পর্যন্ত।

বাংলোদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ