ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

সৌদি আরব

রিয়াদে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৫ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
রিয়াদে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

রিয়াদ: পবিত্র ওমরাহ পালন শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আরও তিন বাংলাদেশি নিহত হয়ে‍ছেন।

শুক্রবার (১০ জুলাই) সক‍ালে মক্কা রোডের হোমাইয়াত এলাকায় গাড়িচালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।



রিয়াদ দূতাবাসের সচিব মিজানুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নিহত সবার বাড়ি সিলেট জেলায়। নিহতরা হলেন কানাইঘাটের মাওলানা নিজাম উদ্দিন (৪০), ধিরাইয়ের মাসুক তালুকদার (৪৫) ও ফেন্সুগঞ্জের মওদুদ আহমেদ রায়হান চৌধুরী (৩০)।

এর আগে সৌদি আরবের স্থানীয় সময় বৃহস্পতিবার (০৯ জুলাই) দিনগত রাত সাড়ে ১২টায় সৌদি আরবের মাজমা’আহ এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশিসহ ৯ জন নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ২৭ জন।

বাংলাদেশ সময়: ০০২৬ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ