ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

সৌদি আরব

সৌদিতে ৪০ দিন পর মুক্ত চরমোনাই পীরের ভাই

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, জুলাই ৮, ২০১৫
সৌদিতে ৪০ দিন পর মুক্ত চরমোনাই পীরের ভাই

রিয়াদ: সৌদি আরবে আটক হওয়া চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীমের ভাই ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ ফায়জুল করিমকে মুক্তি দিয়েছে দেশটির পুলিশ।

আটকের ৪০ দিন পর মঙ্গলবার (০৭ জুলাই) সন্ধ্যায় তাকে মুক্তি দেওয়া হয় বলে ফয়জুল করিমের ভক্ত সাইফুল ইসলাম অপূর্ব বাংলানিউজকে নিশ্চিত করেছেন।



গত ২৬ মে রিয়াদের ১৬ নম্বর এক্সিটের কাছের একটি কমিউনিটি সেন্টার থেকে স্থানীয় সময় রাত ১২টায় এক মাহফিল থেকে গ্রেপ্তার করা হয় তাকে। এরপর তাকে কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করা হয়।

তবে কী কারণে তাকে গ্রেফতার করা হয়েছিলো এবং কী শর্তে মুক্তি দেওয়া হয়েছে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।

ওমরাহ পালন করে চলতি সপ্তাহে দেশে ফেরার কথা রয়েছে ফয়জুল করিমের। বর্তনামে তিনি রিয়াদের হলিডে ইন হোটেলে অবস্থান করছেন।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৫
আরএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ