ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

সৌদি আরব

জেদ্দায় নোয়াখালী সমিতির ইফতার মাহফিল

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, জুলাই ৫, ২০১৫
জেদ্দায় নোয়াখালী সমিতির ইফতার মাহফিল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: সৌদি আরবের বাণিজ্যিক নগরী জেদ্দায় বসবাসরত নোয়াখালীর প্রবাসীদের সংগঠন বৃহত্তর নোয়াখালী প্রবাসী সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৩ জুলাই) জেদ্দার স্থানীয় একটি হোটেলে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসের কনসাল জেনারেল এ কে এম শহীদুল করিম।

আয়োজক সংগঠনের সভাপতি এম এন সামাদ মিয়াজী নূরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মঞ্জু ও জাহাঙ্গীর পাবেলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিমান বাংলাদেশের রিজিওনাল ম্যানেজার মো. আবু তাহের, কনস্যুলেটের কনসাল (শিক্ষা) রেজা ই রাব্বি, কাজী নেয়ামুল বশির, মিজানুর রহমান, সমাজসেবক কাজী নওফেল, বিএনপি নেতা কেফায়েত উল্লাহ্ চৌধুরী, কাজী আব্দুল আউয়াল, মো. সাইদুল হক, সামসুদ্দোহা পারভেজ প্রমুখ।

ইফতার মাহফিলে বক্তারা বলেন, ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম রোজার গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। মুমিনের প্রধান লক্ষ্য হচ্ছে সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়া অর্জন। সিয়াম সাধনা দেহের প্রতি মনের আকর্ষণকে কমিয়ে কালিমা দূর করে মনকে পবিত্র
করে তোলে।

বাংলাদেশ সময়: ০৮৪৫ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ