ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

সৌদি আরব

ঢাকা জেলা আ’লীগ সম্পাদক জেদ্দায় সংবর্ধিত

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫
ঢাকা জেলা আ’লীগ সম্পাদক জেদ্দায় সংবর্ধিত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমানকে সংবর্ধণা দিয়েছে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ, বঙ্গবন্ধু পরিষদ, ফ্রেন্ডস অব বাংলাদেশ ও মুক্তিযোদ্ধা সংসদ জেদ্দা শাখা।
 
শুক্রবার (২০মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় জেদ্দার একটি কমিনিটি সেন্টারে এ সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করা হয়।



অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেদ্দা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি আবদুল জলিল বেপারী।

ইসমাইল হোসেনের পরিচালনায় সংবর্ধণা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মিন্টু। এছাড়া উপস্থিত ছিলেন কাজী আমিন, মমতাজ হোসেন চৌধুরী, বি.এম হান্নান, মোয়াজ্জেম হোসেন আনোয়ার, এম এ.সালাম প্রমুখ।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে মাহবুবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ঠিক তখনই খালেদা জিয়া সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে মারছেন।

সব রকম ষড়যন্ত্র নস্যাৎ করে দেশকে এগিয়ে নেওয়ার কর্মকাণ্ডে প্রবাসীদেরকে আরও বেশি ভুমিকা রাখার আহ্বান জানান মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে জেদ্দা প্রবাসী আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
 
ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে গত সপ্তাহে সৌদি আরব পৌছান।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ