ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

সৌদি আরব

দাম্মামে বঙ্গবন্ধু পরিষদের বিজয় দিবস উদযাপন

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪
দাম্মামে বঙ্গবন্ধু পরিষদের বিজয় দিবস উদযাপন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: মহান বিজয় দিবস উপলক্ষে সৌদি আরব পূর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মাম কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) স্থানীয় আজিজিয়া পার্কে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম।



বঙ্গবন্ধু পরিষদ দাম্মাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ও শেখ ইকরাম চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আইয়ুব আলী খান।

বিশেষ অতিথি ছিলেন রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের উপ মিশন প্রধান মোহাম্মদ আইয়ুব, কাউন্সিলর (পলিটিক্যাল) মোশারফ হোসেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সৌদি আরব শাখার সভাপতি ডাক্তার কাজী মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, ডাক্তার সাইয়েদ আনিসুর রহমান প্রমুখ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাজী আলী হায়দার, ইঞ্জি. কায়সারুল হক, ইনামুল হক, কামাল তালুকদার, হান্নানসহ স্থানীয় বঙ্গবন্ধু পরিষদ নেতারা।
 
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ০২৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ