ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

সৌদি আরব

সৌদিতে দেড় মাসে ৯ পাকিস্তানির শিরচ্ছেদ

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৪
সৌদিতে দেড় মাসে ৯ পাকিস্তানির শিরচ্ছেদ

রিয়াদ: মাদক চোরাচালান এবং ধর্ষণের মতো গুরুতর অপরাধ করার কারণে অক্টোবরের মাঝামাঝি সময় থেকে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সময়ে মধ্যে নয় পাকিস্তানিকে শিরচ্ছেদ করেছে সৌদি আরব।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।



সবশেষ বৃহস্পতিবার মোহাম্মদ রহমান মোহাম্মদ আসগর নামেরিএক পাকিস্তানি নাগরিকের শিরচ্ছেদ কার্যকর করা হয়। বড় ধরনের হেরোইন চালানের সময় তাকে আটক করেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহীনীর সদস্যরা।

বার্তা সংস্থা এএফপি’র তথ্য অনুযায়ী, চলতি বছর সৌদি আরবের নাগরিক এবং বিদেশিসহ মোট ৭৪ জনের শিরচ্ছেদ করা হয়েছে, যার মধ্যে আসগর সর্বশেষ ব্যক্তি।

বাংলাদেশ সময়: ০৫৫০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ