ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

সৌদি আরব

রিয়াদে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৪
রিয়াদে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত আলাউদ্দিন

রিয়াদ: সৌদি আরবের রাজধানী রিয়াদের ওলাইয়া কিং আব্দুল্লাহ রোডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আলাউদ্দিন (৩৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
বুধবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় বিকাল ৫টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি তাদের তাকে বহনকারী গাড়ীটিকে ধাক্কা দেয়।



নিহত আলাউদ্দিন মিয়ার বন্ধু আবুল বশির বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন। নিহত আলাউদ্দিন কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার দুলখার ইউনিয়নের সাইদুল হক ভুইয়ার ছেলে।

নিহতের লাশ বর্তমানে স্থানীয় সেমুসী হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আলাউদ্দিন ভুইয়া রিয়াদের একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কর্মরত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৬১৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ