ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

সৌদি আরব

সৌদি আরবে তারেক রহমানের জন্মদিন উপদাপন

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৪
সৌদি আরবে তারেক রহমানের জন্মদিন উপদাপন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মদিন উদযাপন করেছে সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির আহ্বায়ক কমিটি।
 
বৃহস্পতিবার (২০ নভেম্বর) স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে রিয়াদের বাংলাদেশি অধ্যুষিত এলাকা বাথায় কেক কেটে তারা এ জন্মদিন উদযাপন করেন।


 
সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির আহ্বায়ক মো. শহীদ উল্লাহ্ ভুঁইয়ার সভাপতিত্বে প্রবাসী চট্রগ্রাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন বাকেরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল রিয়াদ বাংলা শাখার সাবেক চেয়ারম্যান সাহিত্যিক ফিরোজ।

আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূর্বাঞ্চল বিএনপির যুগ্ম আহ্বায়ক কারি মো. আবদুল হাকিম, পূর্বাঞ্চল ওলামা দলের সভাপতি আলহাজ আবু সাঈদ, পুর্বাঞ্চল যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন লিটন, প্রবাসী চট্রগ্রাম জেলা বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর আলম খোকন, ডা. সাহেদ আলী, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল রিয়াদ ইংলিশ শাখার পরিচালনা পর্ষদ সদস্য ডা. সোহান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ