ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

সৌদি আরব

রিয়াদে প্লানিজার লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৪
রিয়াদে প্লানিজার লিমিটেডের এজিএম অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: প্লানিজার লিমিটেডের ২য় বর্ষপূর্তি ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

কোম্পানির চেয়ারম্যান হাফেজ রহমত উল্ল্যাহর সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক বেলায়েত হোসাইনের  পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আইবিডব্লিউএফ) চেয়ারম্যান নুরুল ইসলাম আহমেদ।



বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশি পণ্য আমদানিকারক সমিতি রিয়াদ শাখার সভাপতি কাপতান হোসেন, সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ আবুল বশির, যুগ্ম-সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম হৃদয়, আল নাখলা গ্রুপের চেয়ারম্যান গোলাম রব্বানী, ব্যবস্থাপনা পরিচালক নুরুল আলম হাওলাদার।

কোম্পানির বিগত দুই বছরের আয়-ব্যয়ের হিসাব বিবরণী তুলে ধরেন কোম্পানির পরিচালক অর্থ হারুনুর রশীদ। এ সময় কোম্পানির সদস্যদের লভ্যাংশ ঘোষণা করা হয়।

উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ ভোটে আগামী ২০১৫-২০১৬ অর্থ বছরের জন্য নয় সদস্য বিশিষ্ট এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়।

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আইবিডব্লিউএফ এর রিয়াদ শাখার চেয়ারম্যান নুরুল ইসলাম আহমেদ, বেস্ট উইশার গ্রুপের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম এবং এক্সিল্যান্ট গ্রুপের চেয়ারম্যান নুরুল আলম মুন্সি।

২০১৫-১৬ অর্থ বছরের জন্য কোম্পানির এক্সিকিউটিভ কমিটির সদস্যরা হলেন- হাফেজ রহমত উল্ল্যাহ  (চেয়ারম্যান), বেলায়েত হোসাইন (ব্যবস্থাপনা পরিচালক), মুহিব্বুল আজম (উপ ব্যবস্থাপনা পরিচালক), হারুনুর রশীদ (পরিচালক, অর্থ), আজাদ হোসেন (সহকারী পরিচালক, অর্থ), মোহাম্মদ আল-আমীন (পরিচালক, সেলস অ্যান্ড মার্কেটিং), সাজ্জাদ হোসাইন (সহকারী পরিচালক, সেলস অ্যান্ড মার্কেটিং), সামসুল ইসলাম (পরিচালক, প্রকল্প) এবং সালেহ আহমেদ (পরিচালক) ।
অনুষ্ঠানে কোম্পানির সদস্য ছাড়াও রিয়াদ বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ