ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

সৌদি আরব

সহযোগিতার হাত বাড়ান সৌদিপ্রবাসী সুমনের জন্য

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৪
সহযোগিতার হাত বাড়ান সৌদিপ্রবাসী সুমনের জন্য

ঢাকা: সৌদি আরব প্রবাসী বাংলাদেশি নাগরিক মো. সুমন মিয়াকে বাঁচাতে এগিয়ে আসুন। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর পাঁচ মাস ধরে রিয়াদের আলিমান সাইলসাইলা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন তিনি।

প্রতিদিন তার চিকিৎসা খরচ প্রায় এক লাখ টাকা। তাকে পুরোপুরি সুস্থ করে তুলতে চাই বিপুল অর্থ। সে সামর্থ্য নেই তার পরিবারের।

মো. সুমন মিয়ার বাবার নাম মো. শাহজাহান ব্যাপারী। তাদের গ্রামের বাড়ি ফরিদপুর জেলার ভাঙা থানার প্রাণপুর গ্রামে।

সুমন সৌদি আরবে সুলেমান আলী মেহেরির মালিকানাধীন ফাইলিয়া খাইবা ওয়ার্কশপে কর্মরত ছিলেন। তবে দুর্ঘটনা পর ওই প্রতিষ্ঠান থেকে সুমনকে কোনো প্রকার সাহায্য করা হয়নি। দেশের বাইরে থেকে মো. সুমনকে সাহায্য করার জন্য যোগযোগ করতে পারেন মো. শফিকুলের সঙ্গে। তার মোবাইল নম্বর: ০০৯৬৬৫০৮০৪১৬৯৩।

পৃথিবীতে আমরা কেউই স্থায়ী নই। স্বল্প সময়ের এ জীবনে মানুষের জন্য কিছু করে যাওয়ার মধ্যেই যে জীবনের মূল সার্থকতা। আর মানুষ হিসেবে একজন মানুষ আরেকজনকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, সে দাবি নিয়ে মো. সুমনের পরিবার আজ হাত পেতেছে সবার কাছে।

তাকে সাহায্যে করতে সমাজের সর্বস্তরের মানুষ এগিয়ে আসবেন এমনটাই চাওয়া সুমনের পরিবার ও স্বজনদের।

সুমনকে সাহায্য পাঠাবার ঠিকানা
সুমনকে সাহায্য করতে টাকা পাঠাতে পারেন তার বাবা মো. শাহজাহান ব্যাপারীর কাছে। তার মোবাইল নম্বর:  ০১৭৭২৩৬৭৪৩৩।

অথবা ব্যংকের মাধ্যমে সাহায্য পাঠাতে চাইলে
মো. রোকন উদ্দিন, মোবাইল: ০১৯১১৩৫৪১৫০। ইসলামী ব্যাংক, নবাবপুর শাখা, ঢাকা। ব্যাংক হিসাব নং- এ/সি-এসবি-৯০৭২।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ