ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

সৌদি আরব

সৌদি প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের কমিটি ঘোষণা

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৪
সৌদি প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের কমিটি ঘোষণা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: ‘আমরা প্রবাসীদের কথা বলি, আমরা দেশ, মা এবং মাটির কথা বলি’ শীর্ষক স্লোগান নিয়ে গঠিত হয়েছে সৌদি আরব প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ২১ সদস্য বিশিষ্ট কমিটি।

নতুন এ কমিটিতে সৌদির জাতীয় দৈনিক আরব নিউজের ফটো সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইকবাল হোসাইনকে সভাপতি, ইমাম হোসেন ইমুকে সাধারণ সম্পাদক এবং জহির উদ্দিন মনিরকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।



শুক্রবার রাতে রিয়াদের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে ফোরামের সদস্যদের ভোটের মাধ্যমে সৌদি আরবে বিভিন্ন পেশায় কর্মরত বাংলাদেশি অনলাইন অ্যাক্টিভিস্টদের সমন্বয়ে আগামী দুই বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম রতন, সহ-সভাপতি নুরুল আনোয়ার, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আল-আমীন, সহ-সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম শিমুল, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সহ-অর্থ সম্পাদক সোহেল আলম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুল হালিম নিহন, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক ওয়াসিম আকরাম, দপ্তর সম্পাদক আরিফুর রহমান, সহ-দপ্তর সম্পাদক এম এইচ শাহীন ভূঁইয়া,  প্রচার সম্পাদক এমএইচ প্রিন্স আহমেদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আসিফ মাহমুদ আপেল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলম সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদ্দাম বিডি,  সমাজ কল্যাণ সম্পাদক শাহাদাৎ হোসেন, ক্রীড়া সম্পাদক পারভেজ মারুফ, সহ-ক্রীড়া সম্পাদক মোহাম্মদ রুবেল হোসেন, ধর্ম সম্পাদক সাইফুল ইসলাম অপূর্ব।

দলমত নির্বিশেষে সৌদি আরব প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্টদের সুসংগঠিত করে প্রবাস ও বাংলাদেশ সংশ্লিষ্ট নানাবিধ সমস্যা-সম্ভাবনা, সমাজ-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য ইত্যাদি বিষয়াদি তুলে ধরার মাধ্যমে বাংলাদেশর ভাবমূর্তি বৃদ্ধি; সৌদির আইন মেনে প্রবাসীদের মেধা, শ্রম ও যোগ্যতা দিয়ে সঠিক উপায়ে অর্থ উপার্জন করার অনুপ্রেরণা জাগানো; এই সংগঠনের মাধ্যমে অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সকল সদস্যবৃন্দকে একদেহ এক প্রাণ হয়ে বাংলাদেশে এবং সৌদি প্রবাসীদের কল্যাণে কাজ করা; সৌদি প্রবাসীদের সম্ভাবনাময় দিকগুলো বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়ামের মাধ্যমে তুলে ধরে প্রবাসীদের উদ্বুদ্ধ করা এবং সর্বোপরি প্রবাসীদের সুখ-দুঃখের সঙ্গী হয়ে তাদের বিভিন্ন সমস্যা সমাধানে এগিয়ে আসার মহান লক্ষ্যকে সামনে রেখে ২০১৩ সালের মে মাসে রিয়াদে যাত্রা করে এই অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম।

সৌদি আরব প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ফেসবুক আইডি
https://www.facebook.com/onlineactivistforum

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ