ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

সৌদি আরব

সৌদিপ্রবাসী সাংবাদিক ফোরামের ঈদ পুনর্মিলনী

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৪
সৌদিপ্রবাসী সাংবাদিক ফোরামের ঈদ পুনর্মিলনী ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের (প্রসাফ) উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রিয়াদের এনাবিয়া কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান হয়।



সংগঠনের সভাপতি মোহাম্মদ আবুল বশিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (শ্রম) সারওয়ার আলম।

সংগঠনের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন লিটন এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মামুনুর রশিদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিয়াদের  রিজিওনাল ম্যানেজার হেলাল উদ্দিন, বাংলাদেশ পণ্য আমদানিকারক সমিতি রিয়াদ শাখার সভাপতি কাপ্তান হোসেন, রিয়াদ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম ভূঁইয়া, সহসভাপতি হেলাল উদ্দিন ফিরোজ, জাকির হোসেন, ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ( আইবিডব্লিএফ) রিয়াদ শাখার সভাপতি নুরুল ইসলাম আহমেদ, সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির যুগ্ম-আহবায়ক ক্বারী আব্দুল হাকিম।

বক্তব্য রাখেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ রিয়াদ ইংলিশ শাখার সাবেক চেয়ারম্যান ডা: কামরুল ইসলাম, পরিচালনা পরিষদের সদস্য ডা: সোহান, কবি ও সাহিত্যিক শাহজাহান চঞ্চল, কলামিস্ট আব্দুল আজিজ মীর, প্রবাস বাংলা মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লোকমান খান, ডা: শাহেদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান জাফর, বেস্ট উইশার গ্রুপের চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম, বিএনপি নেতা জয়নাল আবেদীন বাকের,  সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের (প্রসাফ) সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল আমীন, অর্থ সম্পাদক আবু ছাঈদ, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম হৃদয়,  সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক নুরুল আনোয়ার, ক্রীড়া সম্পাদক জহির উদ্দিন মনির,  সমাজকল্যাণ সম্পাদক আরিফুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল হালিম, প্রচার সম্পাদক মহিউদ্দীন চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশের) সভাপতি শওকত মাহমুদ, সাবেক সভাপতি রুহুল আমিন গাজী।

ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যার দ্বিতীয় পর্বে রিয়াদের বাংলাদেশি শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

মদিনা ও দাম্মামে কর্মরত বাংলাদেশি সাংবাদিক এবং  রিয়াদ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল রূপ নেয় বাংলাদেশিদের মিলনমেলায়।

কর্মক্ষেত্রে অবদান রাখায় আরটিভির মদিনা প্রতিনিধি মুসা আব্দুল জলিল, নিউজপেজটোয়েন্টিফোর.কমের সৌদি আরব পশ্চিমাঞ্চল ব্যুরো চিফ ফ. ই. ম ফরহাদ, সময় সংবাদের সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমান এবং আরটিভির দাম্মাম প্রতিনিধি আব্দুল মজিদ সুজনকে প্রবাসী সাংবাদিকদের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ