ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

সৌদি আরব

রিয়াদে লতিফ সিদ্দিকীর শাস্তি দাবি

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৪
রিয়াদে লতিফ সিদ্দিকীর শাস্তি দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: হজ ও তাবলিগ জামাতকে নিয়ে কটূক্তিপূর্ণ মন্তব্য করায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিশ সৌদি আরবের রিয়াদস্থ শিফা সানাইয়া শাখা।
 
সম্প্রতি রিয়াদের একটি কমিউনিটি সেন্টারে এই প্রতিবাদ সভা ও প্রতীকী মানববন্ধন অনুষ্ঠিত হয়।


 
খেলাফত মজলিশ রিয়াদ শাখার সভাপতি মাওলানা হুসাইন হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভা পরিচালনা করেন মাওলানা মোখলেছুর রহমান।
 
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মাওলানা আবদুল বাকি আহবাব, মাওলানা রিদওয়ান হুসাইন, মাওলানা মোহাম্মদ হুসাইন, মাওলানা সিরাজুল ইসলাম, হাফেজ ইসহাক প্রমুখ।
 
সভায় অবিলম্বে লতিফ সিদ্দিকীকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ