ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

সৌদি আরব

বিশ্বের সবচেয়ে লম্বা পতাকা উড়ালো সৌদি আরব

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৪
বিশ্বের সবচেয়ে লম্বা পতাকা উড়ালো সৌদি আরব

রিয়াদঃ সবচেয়ে লম্বা পতাকা উড়িয়ে বিশ্ব রেকর্ড গড়লো মরুভূমির দেশ সৌদি আরব। স্থানীয় পৌরসভা মঙ্গলবার দেশটির ৮৪তম জাতীয় দিবস উপলক্ষ্যে বন্দরনগরী জেদ্দার আব্দুল্লাহ সড়কে এ পতাকা উত্তোলন করা হয়।



১৭০মিটার উচ্চতা, ৪৯.৫ মিটার দৈর্ঘ্য পতাকার ওজন ৫৭০ কেজি। এটি ১ হাজার ৬৩৫ বর্গ মিটার।

আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তলনের উদ্বোধন করেন জেদ্দার মেয়র ড. হানি আবুরাস।

শুধু লম্বায় নয় এটির প্রযুক্তিগতদিক, নকশা, নিরাপত্তার মান এবং এর বিশেষ শৈলী আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

পতাকা বানানোর প্রকল্পের প্রকৌশলী শরিফ আল বাহহার বলেন, এটি বানাতে ৫০০ টন ষ্টিলের প্রয়োজন হয়েছে।

১২ মাস আগে থেকে এই পতাকা বানানোর কাজ শুরু হয় বলেও জানান তিনি।

জেদ্দা পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, এই পতাকাতে স্বয়ংক্রিয় উত্তোলন ব্যবস্থা, অত্যাধুনিক ক্যামেরা, বায়ুপ্রবাহ পরিমাপকারী যন্ত্র এবং লাইটিং সিস্টেম রয়েছে।

বাংলাদেশ সময়: ০৬৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ