ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

সৌদি আরব

প্রবাসীরাই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৪
প্রবাসীরাই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: বর্তমানে প্রায় ১ কোটি বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে। আর এই ১ কোটি প্রবাসীর আয়ে চলছে প্রায় ৬ কোটি পরিবার।

প্রবাসীদের কারণেই আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আর গতিশীল হচ্ছে দেশের অর্থনীতি। তাই প্রবাসীদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশ আন্তর্জাতিক বিদ্যালয় এবং মহাবিদ্যালয় প্রাঙ্গণে ওই বিদ্যালয়কে দেয়া ৩২ আসন বিশিষ্ট একটি ব্রান্ড নিউ বাস হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহা. শহীদুল ইসলাম।

রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশের মানুষ জন্মগতভাবেই মেধাবী। একথা আমরা যেমন জানি তেমনি আমি বিভিন্ন দেশ ঘুরে এবং বিভিন্ন দেশের মানুষের সঙ্গে কথা বলে দেখেছি তারাও স্বীকার করে বাংলাদেশিরা জন্মগতভাবেই মেধাবী। জন্মগত এই মেধাকে বিকশিত করার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

প্রবাসীদের সন্তানদের প্রতি সরকার এবং দূতাবাসের আন্তরিকতার কমতি নেই উল্লেখ করে রাষ্ট্রদূত আরও বলেন, সৌদি শিক্ষামন্ত্রণালয়ের নির্দেশিত নিয়ম মতো নিজস্ব বিল্ডিং না থাকার কারণে জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল বন্ধ করে দেয়ার যে ঘোষণা সৌদি কতৃপক্ষ দিয়েছিলো মক্কার গভর্ণরের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর সে নির্দেশ চার বছরের জন্য স্থগিত হয়েছে। আমরা আশা করছি আগামী চার বছরের মধ্যেই স্কুলের জন্য জায়গা নিয়ে সেখানে বিল্ডিং করে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের পড়াশুনার ব্যবস্থা করতে পারবো।

প্রবাসীদের সন্তানদের শিক্ষা নিশ্চিত করতে সৌদি আরবে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এবং গত কয়েকদিনে সরকারের পক্ষ থেকে চারটি
স্কুল একটি করে বাস উপহার দেয়া হয়েছে। স্কুলকে রাজনীতির বাইরে রেখে সেখানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি করতে দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রদূত মুহা. শহীদুল ইসলাম।

স্কুল পরিচালনা পরিষদের চেয়ারম্যান ডাক্তার জাকিউল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত চাবি হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান কৃষিবিদ শামীম আবেদিন, স্কুলের প্রিন্সিপ্যাল বদরুল আলম।

বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স এটাশে ব্রিগেডিয়ার ফকরুল ইসলাম, মিশন উপ প্রধান মোহাম্মদ আইয়ুব, কাউন্সিলর মোশাররফ হোসাইন, সারওয়ার আলম, ড. মিজানুর রহমান, দ্বিতীয় সচিব মিজানুর রহমান, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি কে এম মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, উপদেষ্টা ডাক্তার নিয়াজ মোহাম্মদ খান, রিয়াদ আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি গোলাম মহিউদ্দিন, পশ্চিমাঞ্চল বিএনপির সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সহ সভাপতি মিজানুর রহমান, স্কুলের সাবেক চেয়ারম্যান ফিরোজ খান, হারুনুর রশিদসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকরা এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জাতীয় সংগীত, বিদ্যালয় সংগীত, দেশের গান, কবিতা আবৃত্তি করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে রাষ্ট্রদূতকে গার্ড অব অর্নার প্রদান করে বিদ্যালয়ের স্কাউটরা।

অনুষ্ঠানের শেষে রাষ্ট্রদূত শিক্ষার্থীদের হাতে গাড়ির চাবি হস্তান্তর এবং অনুষ্ঠানে আগত অতিথিদের নিয়ে ফিতা কেটে স্কুল বাসের উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ০৭২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ