ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

সৌদি আরব

আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৪
আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু সাহাব উদ্দিন মিয়া

রিয়াদ: হজ করতে সৌদি আরব এসে সাহাব উদ্দিন মিয়া (৬৯) নামে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এনিয়ে এবছর চারজনের মৃত্যু হয়েছে।



সোমবার মক্কায় রাজধানীর খিলক্ষেতের বাসিন্দা সাহাব উদ্দিন মিয়া মৃত্যুকরণ করেন বলে হজ মিশন সূত্র নিশ্চিত করেছে।

এর আগে মাসুদা খাতুন (৮২), মোহাম্মদ শাহাজান সিকদার (৭১) আব্দুল সালাম (৭৭) নামে আরও তিন বাংলাদেশি মারা গেছেন।

সাহাব উদ্দিন আল মুজদালিফা এভিয়েশনের মাধ্যমে হজ পালনের উদ্দেশ্যে ৬ সেপ্টেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরব আসেন। তার পাসপোর্ট নম্বর এবি৯৫০২৩৩৭।

২০১৪ সালে ৮৩৫টি এজেন্সির মাধ্যমে সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৯৮ হাজার ৬৮৩ জন বাংলাদেশির হজ পালনের কথা রয়েছে।

সোমবার পর্যন্ত  ৮৭টি ফ্লাইটের মাধ্যমে ৩৩হাজার ১৭১ জন বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষ্যে আগামী ৪অক্টোবর পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ