ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করলো পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২০
গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করলো পুলিশ জব্দ করা গাঁজার বস্তা

আগরতলা (ত্রিপুরা): আগাম খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ত্রিপুরার পশ্চিম জেলার মোহনপুর উপজেলার অন্তর্গত রাধিয়াপাড়ার একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ শুকনো গাঁজা জব্দ করে পুলিশ।  
শুক্রবার (৬ নভেম্বর) লেফুঙ্গা থানার পুলিশ অজিত দেবর্বমা নামে এক ব্যাক্তির বাড়ি থেকে এসব শুকনো গাঁজা জব্দ করে।

মোহনপুর উপজেলা পুলিশ কর্মকর্তা ড. কমল বিকাশ মজুমদারের নেতৃত্বে চলে এই অভিযান। সঙ্গে ছিলেন লেফুঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিরতিজয় রিয়াংসহ বিশাল পুলিশ বাহিনী।

মোহনপুর উপজেলা পুলিশ কর্মকর্তা ড. কমল বিকাশ মজুমদার সংবাদ মাধ্যমকে জানান, ৮১ কেজি শুকনো গাঁজা জব্দ হয় এদিনের অভিযানে। এগুলো একাধিক বস্তার ভেতর ভরে রাখা ছিল। সেই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে বাড়ির মালিক অজিত দেবর্বমাকেও। তার বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২০
এসসিএন/এইচএডি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।