ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় ২০৫৬ বোতল ফেন্সিডিলসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, আগস্ট ৬, ২০২০
ত্রিপুরায় ২০৫৬ বোতল ফেন্সিডিলসহ আটক ২ ২০৫৬ বোতল ফেন্সিডিলসহ আটক ২

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যের পশ্চিম জেলার অন্তর্গত বোধজংনগর থানার চাম্পামুরা এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার ৫৬ বোতল ফেন্সিডিলসহ দু’জনকে আটক করেছে পুলিশ।

রাজধানী আগরতলা ক্যাপিটাল কমপ্লেক্স এলাকার পুলিশ কর্মকর্তা (এসডিপিও) প্রিয়া মাধুরী মজুমদার এ তথ্য জানান।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর রাতে চাম্পামুরা এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি ট্রাক থেকে দুই হাজার ৫৬ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। পাশাপাশি ট্রাকচালক সামসের সিং ও হেলপার সদবীর সিংকে আটক করা হয়। জব্দকৃত ফেন্সিডিলের আনুমানিক বাজার মূল্য দুই লাখ রুপির বেশি হবে।

প্রিয়া মাধুরী মজুমদার জানান, আটক দুই মাদক পাচারকারী বর্হিঃরাজ্যের বাসিন্দা। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২০
এসসিএন/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।