ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পরিবারের ২ সদস্য করোনা পজিটিভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, আগস্ট ৪, ২০২০
ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পরিবারের ২ সদস্য করোনা পজিটিভ ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব/ ফাইল ছবি

আগরতলা (ত্রিপুরা): এবার ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পরিবারে থাবা বসালো করোনা ভাইরাস। তার পরিবারের দুই সদস্যের শরীরে করোনা শনাক্ত হয়েছে এবং আরো দুই সদস্যের পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

সোমবার (৩ আগস্ট) দিনগত রাত ১১টার পর মুখ্যমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে একথা জানান। তবে তার পরিবারের কোন কোন সদস্য করোনা পজিটিভ হয়েছে, তা তিনি উল্লেখ করেননি।

তিনি জানান, তার করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়েছে তবে ফল এখনো আসেনি। মঙ্গলবার (৪ আগস্ট) পরীক্ষার ফল চলে আসবে বলে আশা করা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর পরিবারে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং মা রয়েছেন।

তার পরিবারে করোনা শনাক্ত হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হতেই প্রশাসনে দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা রাতেই মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে ছুটে যান।

অপরদিকে মুখ্যমন্ত্রীর সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পরিবারের সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২০
এসসিএন/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।