ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে যুব কংগ্রেসের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, জুলাই ১৩, ২০২০
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে যুব কংগ্রেসের বিক্ষোভ বিক্ষোভ কর্মসূচি। ছবি: বাংলানিউজ

আগরতলা, (ত্রিপুরা): জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সোমবার (১৩ জুলাই) বিকেলে বিক্ষোভ কর্মসূচি করছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস।

বিশ্ববাজারে এ সময় যখন অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমাছে, এই অবস্থায় ভারত সরকার প্রায় প্রতিদিন জ্বালানি তেলের দাম বাড়িয়েছে, এই অভিযোগ ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের। এর প্রতিবাদে এদিন বিকেলে আগরতলায় বিক্ষোভ প্রদর্শন করেন তারা।

রাজধানী আগরতলার পোস্ট অফিস চৌমুহনী এলাকার প্রদেশ কংগ্রেস ভবনের সামনে দাঁড়িয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেন।

এই কর্মসূচিতে অংশগ্রহণকারী অনেকের হাতে ভারত সরকারের সমালোচনা ও পেট্রোপণ্যের দাম কমানোর দাবি সম্বলিত প্লে-কার্ড ছিলো।

ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি সুজন বিশ্বাস বিক্ষোভ কর্মসূচি শেষে সাংবাদিকদের বলেন, অবিলম্বে ভারত সরকারকে এখনো জ্বালানি তেলের দাম কমাতে হবে। যদি সরকার তাদের দাবি না মেনে নেয়, তাহলে তারা আরও কঠোরভাবে আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন তিনি।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, জুলাই ১৩, ২০২০
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।