ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় ফের আসতে পারে লকডাউন: রতন লাল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৩ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
ত্রিপুরায় ফের আসতে পারে লকডাউন: রতন লাল

আগরতলা (ত্রিপুরা): ভারতের ত্রিপুরা রাজ্যে আগামীতে করোনার প্রকোপ বৃদ্ধি পেলে পুনরায় কিছুদিনের জন্য কঠোর লকডাউন দেওয়া হতে পারে বলে জানিয়েছেন ত্রিপুরা সরকারের শিক্ষা ও আইন দফতরের মন্ত্রী রতন লাল নাথ।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় রাজ্যের রাজধানী আগরতলার ক্যাপিট্যাল কমপ্লেক্সে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।  

মন্ত্রী বলেন, লকডাউনের ব্যাপারে রাজ্যের মন্ত্রিসভা চিন্তা-ভাবনা করছে।

তবে লকডাউন হলে দরিদ্র জনগোষ্ঠীর কষ্ট হবে, সে বিষয়টি চিন্তা করে রাজ্যের করোনা প্রভাবিত এলাকাগুলোকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। বর্তমানে ত্রিপুরায় মোট ৪৯টি কনটেইনমেন্ট জোন রয়েছে। এসব জোনে লোকজন এলাকার বাইরে বের হতে বা ভেতরে প্রবেশ করতে পারেন না। তারপরও নানাভাবে কিছু লোক বেপরোয়া হয়ে চলাফেরা করছে, তাদের জন্য সমগ্র রাজ্যবাসী সমস্যায় পড়তে পারে, এ কারণে করোনার প্রকোপ বাড়লে আগামীতে কঠোর লকডাউন দিতে সরকার বাধ্য হতে পারে।  

সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, বর্তমানে রাজ্যে করোনা আক্রান্ত ৫৪১ জন হাসপাতালে চিকিৎসাধীন। এখন পর্যন্ত রাজ্যে মোট ১ হাজার ৩৭৫ জন করোনা থেকে সুস্থ হয়ে হাসপাতালের ছাড়পত্র পেয়েছেন।

বাংলাদেশ সময়: ০৫৫২ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
এসসিএন/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।