ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আখাউড়া-আগরতলা স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, মে ২৩, ২০২০
আখাউড়া-আগরতলা স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

আগরতলা (ত্রিপুরা): ঈদ উপলক্ষে আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে সাময়িক সময়ের জন্য পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখা হয়েছে।

গত ২০ মে থেকে আইসিপি দিয়ে পণ্য আমদানি-রফতানি সম্পূর্ণ বন্ধ রয়েছে। আগামী ২৯ মে পর্যন্ত তা বন্ধ থাকবে।

আগামী ৩০ মে থেকে আবার সীমান্ত বাণিজ্য সম্পূর্ণ রূপে চালু হবে বলে শনিবার (২৩ মে) বাংলানিউজকে জানান ইন্দো-বাংলাদেশ চেম্বার অব কমার্সের ত্রিপুরা চ্যাপ্টারের সম্পাদক সুজিত রায়।  

তিনি আরও জানান, লকডাউনের কারণে ত্রিপুরা রাজ্যের সব সীমান্ত দিয়ে বাংলাদেশের সঙ্গে যাত্রী পারাপার সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। তবে সাধারণ মানুষের প্রয়োজনের কথা চিন্তা করে ভারত ও বাংলাদেশ সরকার যৌথ সিদ্ধান্ত নিয়ে আখাউড়া আইসিপি দিয়ে অত্যাবশ্যকীয় পণ্যের আমদানি-রফতানি অব্যাহত রেখেছে। লকডাউনের প্রথম দিকে শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্য আনা-নেওয়া করা হলে বর্তমানে প্রায় সবধরনের পণ্য আমদানি-রফতানি হচ্ছে।

লকডাউন চলাকালীন ভারত ও বাংলাদেশ সরকার পণ্য আমদানি-রফতানি বন্ধ না করার যে সিদ্ধান্ত নিয়েছে এজন্য সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হয়নি ও আমদানি আমদানি-রফতানি বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদেরও তেমন বেশি ক্ষতি হয়নি। তাই তিনি ইন্দো বাংলা চেম্বার অব কমার্সের ত্রিপুরা চ্যাপ্টারের তরফ থেকে উভয় দেশের সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, মে ২৩, ২০২০
এসসিএন/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।