ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

শহীদ ভগৎ সিং যুব আবাসকে করোনা কেয়ার সেন্টার ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৩ ঘণ্টা, মে ৯, ২০২০
শহীদ ভগৎ সিং যুব আবাসকে করোনা কেয়ার সেন্টার ঘোষণা

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার রাজধানী আগরতলার খেজুর বাগান এলাকা অবস্থিত শহীদ ভগৎ সিং যুব আবাসকে সাময়িকভাবে করোনা ভাইরাস (কোভিড-১৯) ডেডিকেটেড কেয়ার সেন্টার হিসেবে ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৮ মে) সন্ধ্যায় মহাকরণে সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন ত্রিপুরা সরকারের অতিরিক্ত মুখ্য সচিব এস কে রাকেশ।

তিনি জানান, রাজ্যে একের পর এক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যাচ্ছে।

প্রতিনিয়ত করোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় রাজধানীর খেজুর বাগান অবস্থিত শহীদ ভগৎ সিং যুব আবাসকে সাময়িকভাবে করোনা কেয়ার সেন্টার হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রাথমিক অবস্থায় শহীদ ভগৎ সিং যুব আবাসে ৩০০ শয্যার ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনে এ সংখ্যা আরও বাড়ানো হবে।

রাজ্যের ধলাই জেলার অন্তর্গত কমলপুর এলাকায় বিএসএফের ৩ নম্বর ব্যাটালিয়নের প্রধান কার্যালয়। এ ব্যাটেলিয়নের এক জওয়ান শরীরে করোনার উপসর্গ নিয়ে ক’দিন আগে কমলপুর হাসপাতলে ভর্তি হয়েছিলেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের সন্দেহ হলে তারা তাকে আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতলে (এএমসি) পাঠান। পরে পরীক্ষা করে তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। বর্তমানে ওই জওয়ানের এএমসি হাসপালের করোনা ইউনিটে চিকিৎসা চলছে। পাশাপাশি এ ব্যাটেলিয়ানে কর্মরত অন্যান্য জওয়ানদের নমুনা সংগ্রহের কাজ চলছে।

সবমিলিয়ে রাজ্যে এখন বিএসএফের মোট তিনটি ব্যাটেলিয়নের জওয়ানের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। এ তিন ব্যাটেলিয়নে দোলায় জেলাতে রয়েছে। তবে নতুন করে কোনো সাধারণ মানুষের মধ্যে করোনার উপস্থিতি পাওয়া যায়নি। সবমিলিয়ে এখন বিএসএফের মোট ৮৭জন জওয়ানের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি রয়েছে।

তবে এর জেরে সীমান্তে প্রহরার কাজের কোনো সমস্যা হচ্ছে না, কারণ আক্রান্ত সবাই ব্যাটেলিয়ন হেড কোয়ার্টারে কর্তব্যরত ছিলেন বলেও জানান এস কে রাকেশ।

বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, মে ০৯, ২০২০
এসসিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।