ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ত্রিপুরার প্রথম করোনা আক্রান্ত নারী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২০
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ত্রিপুরার প্রথম করোনা আক্রান্ত নারী

আগরতলা (ত্রিপুরা): করোনার সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ত্রিপুরার প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত নারী।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে আগরতলা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

জানানো হয়, ত্রিপুরা রাজ্যের প্রথম করোনা আক্রান্ত নারী সম্পূর্ণ সুস্থ।

তাকে হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। হাসপাতাল থেকে বাড়ি ফিরে যাওয়ার সময় তার হাতে সুস্থ হয়ে যাওয়ার সনদটি তুলে দেন ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দফতরের সচিব ড. দেবাশীষ বসু। এসময় উপস্থিত ছিলেন মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।

মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সামাজিক যোগাযোগের মাধ্যমে দেওয়া এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন।

গত ৬ এপ্রিল আগরতলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগ থেকে পরীক্ষার পর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ঘোষণা দিয়েছিলেন যে ত্রিপুরা রাজ্যে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। বর্তমানে আরও একজন করোনা আক্রান্ত রোগী আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২০
এসসিএন/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।