ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

মাদক ও অস্ত্রসহ ২ যুবককে ট্রেন থেকে আটক করল ত্রিপুরা পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
মাদক ও অস্ত্রসহ ২ যুবককে ট্রেন থেকে আটক করল ত্রিপুরা পুলিশ আটক দুই যুবক: ছবি-বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): বিপুল পরিমাণ মাদক ও একাধিক আগ্নেয়াস্ত্র নিয়ে আগরতলা আসার পথে ট্রেন থেকে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

আগাম খবরের ভিত্তিতে ত্রিপুরার পশ্চিম জেলার অন্তর্গত জিরানিয়া থানার পুলিশ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আসামের শিলচর থেকে আগরতলাগামী ট্রেনে জিরানিয়া স্টেশনে তল্লাশি চালায়। তখন পুলিশ ট্রেনের মধ্যে থাকা দুই যুবকের কাছ থেকে তিনটি পিস্তল এবং তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে বলে রাতে সংবাদ মাধ্যমে জানান, জিরানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল দাস।

ছবি: বাংলানিউজএই দুই যুবকের নাম নরেশ চাকমা এবং দীপ্ত চাকমা। জব্দকৃত সামগ্রীসহ তাদেরকে আটক করে পুলিশ জিরানিয়া থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইন এবং মাদক বিরোধী আইনে মামলা হয়েছে।

পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে জানার চেষ্টা করছে এই চক্রের সঙ্গে আর কে কে জড়িত রয়েছে।

বাংলাদেশ সময়: ০৫১৬ ঘন্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০।
এসসিএন/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।