ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় মাদকবিরোধী অভিযানে মাদকসহ আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
আগরতলায় মাদকবিরোধী অভিযানে মাদকসহ আটক ৪ মাদকবিরোধী অভিযানে আটক নারী পুলিশ হেফাজতে। ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরার রাজধানী আগরতলার নিউ ক্যাপিট্যাল কমপ্লেক্স এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে চার লাখ ভারতীয় রুপি ও মাদকদ্রব্যসহ চারজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক চারজন হলেন- প্রফুল্ল বরা ও তার স্ত্রী সুমিত্রা এবং তাদের দুই ছেলে অসীম বরা ও বিশ্বজিৎ বরা।

 

ত্রিপুরা পুলিশের এসডিপিও প্রিয়া মাধুরী মজুমদার বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানে নগদ চার লাখ ভারতীয় রুপি, ১৬৪ কৌটা হেরোইন, প্যাকেটকৃত ব্রাউন সুগার জব্দ করা হয়। এ সময় চার মাদকবিক্রেতাকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় চার লাখ রুপি বলেও জানান এসডিপিও প্রিয়া।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
এসসিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।