ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ভারতের ২০২০-২১ অর্থবছরের বাজেট দেশ বিক্রির বাজেট: সিপিআইএম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২০
ভারতের ২০২০-২১ অর্থবছরের বাজেট দেশ বিক্রির বাজেট: সিপিআইএম সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির সংবাদ সম্মেলন। ছবি: বাংলানিউজ

আগরতলা(ত্রিপুরা): ভারতের ২০২০-২১ অর্থবছরের বাজেটকে দেশ বিক্রির বাজেট হিসেবে মন্তব্য করেছেন ভারতের কমিউনিস্ট পার্টি-মার্ক্সবাদী (সিপিআইএম) দলের ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক গৌতম দাস।

রোববার (২ ফেব্রুয়ারি) আগরতলা মেলার মাঠের দশরথ দেব স্মৃতি ভবনের সিপিআইএম দলের ত্রিপুরা রাজ্য কমিটির অফিসে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বাজেটে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন টেলিযোগাযোগ সংস্থা বিএসএনএল, বিশ্বের সবচেয়ে বড় রেল নেটওয়ার্ক বলে পরিচিত ইন্ডিয়ান রেলওয়েসহ বিভিন্ন সংস্থার নিয়ন্ত্রণ বেসরকারি সংস্থার হাতে হস্তান্তর করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এছাড়া দেশের সবচেয়ে বড় রোজগার প্রকল্প মহাত্মা গান্ধী রাষ্ট্রীয় গ্রামীণ রোজগার প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থ বরাদ্দ কমিয়ে দেওয়া হচ্ছে।  

এছাড়া জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্প বেসরকারি পুঁজিপতি সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের সাবেক মন্ত্রী ও সিপিআইএম নেতা নরেশ জমাতিয়াও।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘন্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
এসসিএন/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।