ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় ৩ ছিনতাইকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
আগরতলায় ৩ ছিনতাইকারী আটক

আগরতলা (ত্রিপুরা): আগরতলা রাজধানীর বর্ডার গোলচত্বর এলাকা থেকে তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

রোববার (২৩ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা নাগাদ ওই এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃরা হলেন বিজয় দাস, সুকেল মিয়া এবং মিঠুন ভৌমিক।

পশ্চিম আগরতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত চক্রবর্তী বাংলানিউজকে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা নাগাদ তিন ছিনতাইকারীকে আটক করা হয়। এসময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। তারা রাজধানী আগরতলাসহ আশ-পাশের বিভিন্ন এলাকা থেকে মোটরবাইক চুরিসহ একাধিক ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন।

আটকদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি সুব্রত চক্রবর্তী।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।