ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় আড়াইহাজার গাঁজা গাছ ধ্বংস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৮
ত্রিপুরায় আড়াইহাজার গাঁজা গাছ ধ্বংস গাঁজা গাছ ধ্বংস করছে পুলিশ সদস্যরা, ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যে মাদকবিরোধী অভিযান চালিয়ে প্রায় আড়াইহাজার গাঁজা গাছ ধ্বংস করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সিপাহীজলা জেলার অন্তর্গত কলমচৌড়া থানার বক্সনগর, ভেলুয়ারচর, কমলনগর এলাকায় অভিযান চালিয়ে এসব গাঁজা গাছ ধ্বংস করা হয়। কলমচৌড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব সাহা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজীব সাহা বলেন, এখনও রাজ্যের সিপাহীজলা জেলার পাহাড়ী এলকায় গাঁজা চাষ হচ্ছে। এসব গাঁজা চাষিদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ। অভিযানে প্রায় ২ হাজার ৫শ’ গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। তবে গাঁজা চাষের সঙ্গে জড়িত কোনো ব্যক্তিকে আটক করা যায়নি।

এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৮
এসসিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।