ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় নিষিদ্ধ সিরাপ-গাঁজাসহ ২ মাদকবিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৮
ত্রিপুরায় নিষিদ্ধ সিরাপ-গাঁজাসহ ২ মাদকবিক্রেতা আটক আটক দুই মাদকবিক্রেতা পুলিশ হেফাজতে। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার পশ্চিম জেলার নরসিংগড় বাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ সিরাপ ও গাঁজাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩ ডিসেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন পশ্চিম জেলা পুলিশের আধিকারিক অজিত প্রতাপ সিং এবং সদর মহকুমার পুলিশের আধিকারিক (এসডিপিও) সুমন মজুমদার।

 

আটকরা হলেন- মাদকবিক্রেতা প্রবীর দত্ত ও শুভ দত্ত।  

পশ্চিম জেলা পুলিশের এসডিপিও সুমন মজুমদার বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নরসিংগড় বাজার এলাকার মাদকবিক্রেতা প্রবীর ও শুভর দোকানে এবং বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে ৬৩০ বোতল নিষিদ্ধ সিরাপ (এসকাফ) ও ৩০ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।  

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এসডিপিও সুমন।  

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৮
এসসিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।