ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় ১৫৩ কেজি গাঁজাসহ ট্রাকচালক আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৮
ত্রিপুরায় ১৫৩ কেজি গাঁজাসহ ট্রাকচালক আটক পুলিশের হাতে আটক ট্রাকচালক, ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যে থেকে ১৫৩ কেজি গাঁজাসহ সমীর সাহা (২৮) নামে এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ।

সোমবার (৩ ডিসেম্বর) রাজ্যের আমবাসা মহকুমা পুলিশ কর্মকর্তা (এস ডি পি ও) আশিষ দাস গুপ্ত সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।

তিনি জানান, রোববার (২ ডিসেম্বর) মধ্যরাতে একটি মিনিট্রাক ৮ নম্বর জাতীয় সড়ক ধরে ত্রিপুরা থেকে বর্হি:রাজ্যের দিকে যাচ্ছিলো।

পথে ধলাই জেলার আমবাসা পুলিশের সন্দেহ হয়। তখন তারা ট্রাকটিকে থামিয়ে তল্লাশি চালায়। এসময় ট্রাক থেকে ৩০ প্যাকেট (মোট ওজন ১৫৩ কেজি) গাঁজা জব্দ হয়। পরে ট্রাকচালককে আটক করা হয়।

আটক চালকের বাড়ি খোয়াই জেলা চাকমাঘাট এলাকায়। তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৮
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।