ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

১১ দফা দাবিতে আগরতলায় এমপ্লয়িজ কমিটির অবস্থান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
১১ দফা দাবিতে আগরতলায় এমপ্লয়িজ কমিটির অবস্থান গণঅবস্থান কর্মসূচিতে এমপ্লয়িজ কমিটি সদস্যরা। ছবি: বাংলানিউজ

আগরতলা: আগরতলায় ১১ দফা দাবিতে দিনব্যাপী গণঅবস্থান কর্মসূচি করেছে ত্রিপুরা অটোনমাস অ্যান্ড সেমি. গভর্নমেন্ট এমপ্লয়িজ কো-অর্ডিনেশন কমিটি।

বুধবার (২১ নভেম্বর) আগরতলার সিটি সেন্টারের সামনে এ গণঅবস্থান কর্মসূচি পালন করা হয়।

এতে অংশ নেন বামফ্রন্টের বিধায়ক শঙ্কর প্রসাদ দত্ত, সাবেক বিধায়ক প্রণব দেববর্মাসহ কো-অর্ডিনেশন কমিটির নেতাকর্মীরা।


 
১১ দফা দাবির মধ্যে রয়েছে- ত্রিপুরা রাজ্যে আধা সরকারি সংস্থার কর্মচারীদের নতুন বেতন কাঠামো অনুসারে বেতন প্রদান, বকেয়া ৯ শতাংশ মহার্ঘ ভাতা অবিলম্বে মঞ্জুর করা এবং গ্র্যাচুইটি (পারিতোষিক) বাড়িয়ে ২০ লাখ রুপি পর্যন্ত নির্ধারণ ইত্যাদি।  

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৮
এসসিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।