ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

বাংলাদেশ সহকারী হাই কমিশনার পদে বদলি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
বাংলাদেশ সহকারী হাই কমিশনার পদে বদলি বর্তমান সহকারী হাই কমিশনার মো. সেখাওয়াত হোসেন

আগরতলা (ত্রিপুরা): আগরতলাস্থিত বাংলদেশ সহকারী হাই কমিশনার পদে বর্তমান সহকারী হাই কমিশনার মো. সেখাওয়াত হোসেনকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তার স্থলে আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন পদে আসছেন কিরিটি চাকমা।

কিরিটি চাকমা বর্তমানে ব্রাজিলে বাংলাদেশ হাই কমিশনে কর্মরত আছেন।  

মঙ্গলবার (২০ নভেম্বর) বিদায়ী সহকারী হাই কমিশনার সেখাওয়াত হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আগামী ৩ ডিসেম্বর নতুন সহকারী হাই কমিশনারকে দায়িত্ব বুঝিয়ে এই পদ থেকে অব্যাহতি নেবেন সেখাওয়াত হোসেন। পরবর্তী সময়ে তিনি ঢাকায় নতুন পদে যোগ দেবেন।  

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ২০ নভেম্বর, ২০১৮
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।