ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় উদযাপিত লক্ষ্মীবাঈ'র ১৯০তম জন্মদিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
ত্রিপুরায় উদযাপিত লক্ষ্মীবাঈ'র ১৯০তম জন্মদিন শোভাযাত্রায় ত্রিপুরা প্রদেশ বিজেপির মহিলা মোর্চার নেতাকর্মীরা। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরায় ভারতের বীরাঙ্গনা ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ'র ১৯০তম জন্মদিন উদযাপন করা হয়েছে।

সোমবার (১৯ নভেম্বর) ত্রিপুরা প্রদেশ বিজেপির মহিলা মোর্চার উদ্যোগে এদিন আগরতলায় শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি রাজধানীর ক্ষুদিরাম বসু স্কুল মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

শোভাযাত্রায় ত্রিপুরা সরকারের সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দফতরের মন্ত্রী শান্তনা চাকমা, ত্রিপুরা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক, মহিলা মোর্চার সভানেত্রী পাপিয়া দত্তসহ প্রায় হাজারের বেশি নারী এতে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
এসসিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।