ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় অনুষ্ঠিত হলো বাউল উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
আগরতলায় অনুষ্ঠিত হলো বাউল উৎসব আগরতলায় আয়োজিত বাউল উৎসব-২০১৮

আগরতলা (ত্রিপুরা): প্রতি বছরের ন্যায় এবছরও আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে অনুষ্ঠিত হল বাউল উৎসব-২০১৮।

রোববার (১৮ নভেম্বর) সন্ধ্যায় আগরতলার রবীন্দ্রশতবার্ষিকী ভবনের এক নং হলে আয়োজিত এই উৎসব দেখতে সাধারণ মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। হলের আসন পূর্ণ হয়ে গেলে দর্শকরা হলের মেঝেতে বসে বাউল গান উপভোগ করেন।

 

উৎসবে লালন শাহ, রাধারমণ দত্ত, শাহ আব্দুল করিম, হাসন রাজা, আব্বাস উদ্দিন আহমেদ, উকিল মুন্সি'র গান পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত শিল্পীরা।  

এছাড়া বাংলাদেশের কুষ্টিয়ার লালন একাডেমির শিরিন সুলতানা, আশিক, নুরে ইয়াসমিন জলিসহ অন্যান্য শিল্পীরা গান পরিবেশন করেন।  

বিশেষ করে বাইন যেভাবে দর্শকের মধ্যে গিয়ে ঢোল বাজিয়েছেন তা সকলকে মাতিয়ে দিয়েছে এবং পরিবেশিত গান দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে।  

বাংলাদেশ সময়: ০১২৭ ঘন্টা, নভেম্বর ১৯, ২০১৮
এসসিএন/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।