ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলার বেনুবন বিহারে কঠিন চীবর দানোৎসব 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
আগরতলার বেনুবন বিহারে কঠিন চীবর দানোৎসব  বেনুবন বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): আগরতলার কুঞ্জবনের বেনুবন বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১৮ নভেম্বর) সকাল থেকে বৌদ্ধ ধর্মাবলম্বী বিভিন্ন বয়সী নারী-পুরুষ বেনুবন বিহারে এসে ভিড় জমান।  

এদিন প্রথমে বৌদ্ধ ভিক্ষুরা বিশ্বশান্তি কামনায় প্রার্থনা করেন।

এরপর বিশ্ব বৌদ্ধ পতাকা উত্তোলন করা হয়। পরে পঞ্চশীল গ্রহণ, বুদ্ধ পূজা, ভিক্ষুদের পিণ্ডদান ও পূণ্যার্থীদের আপ্যায়ণ করা হয়।  

দুপুরে কঠিন চীবর দান অনুষ্ঠান, ভিক্ষুদের ধর্ম দেশনা ও কম্মাবাচা পাঠ অনুষ্ঠিত হয় বলে বাংলানিউজকে জানান বেনুবন বিহারের কঠিন চীবর দান কমিটির উৎসব সভাপতি নয়ন রাণী চাকমা।  

এরপর কঠিন চীবর দান অনুষ্ঠানে আসা বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাদের দেবতা বুদ্ধ দেবের উদ্দেশে নিত্যপ্রয়োজনীয় নানান সমগ্রী, কাপড়সহ প্যাকেটজাত খাবার-দাবার উৎসর্গ করেন। অন্য বছরের মতো এ বছরও উৎসব উপলক্ষে বেনুবন বিহারে প্রচুর লোকের সমাগম হয়।  

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
এসসিএন/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।