ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

হেনস্তা বন্ধের দাবিতে কাউন্সিলরদের বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৮
হেনস্তা বন্ধের দাবিতে কাউন্সিলরদের বিক্ষোভ মিছিল বিক্ষোভ মিছিলে কাউন্সিলররা। ছবি: বাংলানিউজ

আগরতলা: ক্ষমতাসীন বিজেপি একাংশের দুষ্কৃতিকারীরা আগরতলা পুর নিগমের বামফ্রন্ট সমর্থিত কাউন্সিলরদের হেনস্তা করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সভা করেছে বামফ্রন্ট সমর্থিত কাউন্সিলররা।

শনিবার (৬ অক্টোবর) দুপুরে আগরতলা শহরে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়।  

বিক্ষোভ মিছিলটি রাজধানীর সিটি সেন্টারের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফের সিটি সেন্টারের সামনে জড়ো হয়ে প্রতিবাদ সভা করেন কাউন্সিলররা।

 

সভায় কাউন্সিলররা অভিযোগ করেন ডেপুটেশনের নামে ক্ষমতাসীন বিজেপি একাংশের দুষ্কৃতিকারীরা তাদের নানাভাবে হেনস্তা করছে। বিশেষ করে তারা বামফ্রন্টের নারী কাউন্সিলদের সঙ্গে খারাপ ব্যবহার করছেন। অবিলম্বে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে শাস্তির দাবি জানান তারা।

কাউন্সিলররা আরও অভিযোগ করেন দুষ্কৃতিকারীদের প্রধান লক্ষ্য বাম কাউন্সিলারদের জোর করে পদত্যাগ করিয়ে আগরতলা পুর নিগম দখল করা।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র ড. প্রফুল্লজীৎ সিনহাসহ বামফ্রন্ট সমর্থিত কাউন্সিলররা।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৮
এসসিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।