ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

শরতে প্রকৃতির খেয়ালিপনা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৮
শরতে প্রকৃতির খেয়ালিপনা শিউলি ফুল। ছবি: বাংলানিউজ

আগরতলা: শুক্রবার (০৫ অক্টোবর) বাংলা ক্যালেন্ডার অনুসারে ১৮ আশ্বিন ১৪২৫ বাংলা। ঋতুচক্র অনুসারে এখন শরতকালের শেষ পর্যায়। এ সময় সকাল-বিকেল ঘাসের ডগায় শিশির বিন্দু পড়ার কথা। সকালে বাতাসে থাকবে হিমেল অনুভূতি, সন্ধ্যা নামলে শিউলি ফুলের সুগন্ধে মাতোয়ারা করে দেয় পরিবেশ। সকালে শিউলি গাছের তলায় ফুলের চাদর জমে থাকে। নীল আকাশে সাদা মেঘ তুলার মতো ভেসে বেড়াবে এদিক-ওদিক।

শিউলি ফুল ফুটলেও বর্তমান সময়ে আবহাওয়া অধিদফতরের তাপমাত্রা সম্পর্কে পূর্বাভাস সম্পূর্ণ উল্টে দিচ্ছে। এর কারণ প্রকৃতির খেয়ালিপনা।

শরতের শেষ লগ্নেও ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা শহরে তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে। যা স্বাভাবিকের চেয়ে বেশি বলে জানাচ্ছে আবহাওয়া অধিদফতর।

এর মধ্যে হঠাৎ বৃহস্পতিবার (০৪ অক্টোবর) থেকে রাজধানী আগরতলাসহ রাজ্যের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি অনুপাতে বৃষ্টি হচ্ছে। এ কারণে সমস্যায় পড়তে হচ্ছে দুর্গা প্রতিমা শিল্পীদের। কারণ আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে দুর্গোৎসব। তাই এখন মূর্তিপাড়াগুলোতে চলছে প্রতিমার ফিনিশিংয়ের কাজ।

এ কাজের জন্য প্রতিমার গায়ের মাটি শুকনো হতে হয়। কিন্তু বৃষ্টির কারণে মাটির পানি শুকাচ্ছে না, যার কারণে ফিনিশিংয়ের কাজে দেরি হচ্ছে বলে জানান নন্দননগর এলাকার প্রতিমা শিল্পী পলাশ রুদ্রপাল। এ সময় তারা প্রতিমাগুলোকে বাইরে রেখে রৌদ্রে শুকাতে দেন। কিন্তু এখন বৃষ্টির কারণে প্রতিমাগুলো পলিথিন দিয়ে মুড়ে রাখতে হচ্ছে। যার কারণে কাজের গতি কমে গেছে। তাই সময় মতো প্রতিমা পূজা কমিটির হাতে তুলে দিতে পারবেন কিনা তা নিয়েও আশঙ্কায় রয়েছেন। বৃষ্টির কারণে পলিথিন দিয়ে প্রতিমা মুড়িয়ে রাখা হয়েছে।  ছবি: বাংলানিউজএদিকে, আবহাওয়া অধিদফতরের পূর্বভাসে বলা হচ্ছে, আগামী বুধবার পর্যন্ত রাজ্যে বৃষ্টি হতে পারে। এ খবর শিল্পীদের কপালের চিন্তার ভাজ আরো বাড়িয়ে দিয়েছে।

একই অবস্থা বিভিন্ন পূজা মণ্ডপেও। বৃষ্টির কারণে কাজের গতি অনেকটাই কমে গেছে।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৮
এসসিএন/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।