ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

মোদীর জন্মদিনে ভারতজুড়ে নানা কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
মোদীর জন্মদিনে ভারতজুড়ে নানা কর্মসূচি ভারতের প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে স্বচ্ছ অভিযানের অংশ হিসেবে ঝাড়ু দিচ্ছে মুখ্যমন্ত্রী, ছবি: বাংলানিউজ

আগরতলা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৬৮তম জন্মদিন সোমবার (১৭ সেপ্টেম্বর)। এ উপলক্ষে সেবা দিবস হিসেবে ভারতজুড়ে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন বিজেপির কর্মী-সমর্থকরা। সেইসঙ্গে ত্রিপুরা রাজ্যেও নানা অনুষ্ঠান চলছে।

সকালে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নির্বাচনী কেন্দ্র বনমালীপুরে স্বচ্ছ ভারত অভিযান ও বিনামূল্যে স্বাস্থ্য শিবির চালু করা হয়।

এর অগে প্রথমে বনমালীপুর বিধানসভা কেন্দ্রের মঠচৌমুহনী বাজারে নরেন্দ্র মোদীর প্রতিকৃতির সামনে কেক কাটেন মুখ্যমন্ত্রী।

এরপর তিনি মঠচৌমুহনী বাজার ঝাড়ু দেন।

মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের ৬০টি বিধানসভা কেন্দ্রে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন করা হচ্ছে। এছাড়া রাজ্যের বিভিন্ন এলাকায় বিনামূল্যে ২৪টি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে।

এ সেবা দিবসে রাজ্যের সব মন্ত্রী বিধায়ক, দলের সব স্তরের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন বলেও জানান মুখ্যমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
এসসিএন/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।