ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরা পুলিশ দলদাসে পরিণত হয়েছে: বীরজিৎ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
ত্রিপুরা পুলিশ দলদাসে পরিণত হয়েছে: বীরজিৎ ত্রিপুরা রাজ্য কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহার সংবাদ সম্মেলন।

আগরতলা: ত্রিপুরা পুলিশ প্রশাসন পুরোপুরি দলদাসে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ত্রিপুরা রাজ্য কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। 

বৃহস্পতিবার (১৬ আগস্ট) রাজ্যের কংগ্রেস ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

বীরজিৎ বলেন, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার ক্ষমতায় আসার পর সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে।

ভারতের অন্য রাজ্যের মতো ত্রিপুরাতেও এখন গণতন্ত্র নেই।  

সংবাদ সম্মেলনে ভারত বাঁচাও আন্দোলন কর্মসূচি আয়োজন সম্পর্কে তিনি বলেন, আগামী ২৭ আগস্ট ত্রিপুরা রাজ্য যুব কংগ্রেস ভারত বাঁচাও আন্দোলন কর্মসূচি পালন করবে। এ আন্দোলন কর্মসূচিতে যোগ দেবেন যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি কেশব চন্দ্র যাদবসহ আরও কয়েকজন সর্বভারতীয় যুব নেতা।  

বীরজিৎ বলেন, এদিন কংগ্রেস ভবনের সামনে জনসভার পর যুব কংগ্রেসের কর্মীরা ত্রিপুরা পুলিশের মহানির্দেশকের অফিসের সামনে অহিংস আইন অমান্য আন্দোলন করবেন। যুব কংগ্রেসের শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশৃঙ্খলা হলে সরকার দায়ী থাকবে।  

সংবাদ সম্মেলনে সভাপতি বীরজিৎ সিনহা ছাড়াও দলের অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
এসসিএন/এএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।