ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় এসএফআই'র সভানেত্রীর ওপর হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১১ ঘণ্টা, জুন ৫, ২০১৮
ত্রিপুরায় এসএফআই'র সভানেত্রীর ওপর হামলা আহত নীলাঞ্জনা রায়। ছবি: বাংলানিউজ

আগরতলা: সিপিআই (এম) সমর্থিত ছাত্র সংগঠন এসএফআই'র ত্রিপুরা রাজ্য কমিটির সভানেত্রী নীলাঞ্জনা রায়ের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (৪ জুন) রাতে আগরতলার যোগেন্দ্রনগর এলাকায় একদল দুর্বৃত্ত তার বাড়িতে ঢুকে এ হামলা করে। পরে তাকে আগরতলার আইজিএম হাসপাতাল ভর্তি করা হয়েছে।

 

এসএফআই'র ত্রিপুরা রাজ্য কমিটির সভানেত্রী নীলাঞ্জনা অভিযোগ করে বাংলানিউজকে বলেন, বিজেপি'র মহিলা মোর্চার সদস্যরা তার বাড়িতে ঢুকে অতর্কিতভাবে হামলা করে। এতে তার বৃদ্ধ মা ও তিনি আহত হয়েছেন।  

এ ঘটনায় তিনি মামলা করবেন বলেও জানান সভানেত্রী নীলাঞ্জনা।

এসএফআই'র ত্রিপুরা রাজ্য সম্পাদক নবারুন দেব, ডিওয়াইএফ আই'র ত্রিপুরা রাজ্য সম্পাদক অমল চক্রবর্তীসহ অন্যান্য নেতাকর্মীরা খবর পেয়ে তাকে দেখতে হাসপাতালে ছুটে আসেন।

এ হামলার ঘটনায় সিপিআই (এম), এসএফআই এবং সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ত্রিপুরা রাজ্য কমিটির তরফ থেকে নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, জুন ০৫, ২০১৮
এসসিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।