ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় ১৮ হাজার বোতল ফেনসিডিল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, জুন ১, ২০১৮
ত্রিপুরায় ১৮ হাজার বোতল ফেনসিডিল জব্দ ১৮ হাজার বোতল ফেনসিডিল জব্দ করে এয়ারপোর্ট থানার পুলিশ। ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা পশ্চিম জেলায় মাদকবিরোধী অভিযানে ১৮ হাজার বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। 

গোপন খবরের ভিত্তিতে শুক্রবার (১ জুন) সন্ধ্যায় জেলার মোহনপুর মহকুমার বাংলাদেশ সীমান্তবর্তী গান্ধীগ্রাম স্কুলের পাশের একটি গুদামে অভিযান চালিয়ে এ ফেনসিডিল জব্দ করে এয়ারপোর্ট থানার পুলিশ।

গুদামটির মালিক অভিজিৎ সরকার।

তিনি বর্তমানে পলাতক। তবে পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে।  

পুলিশ সুপার (এসপি) অজিত প্রতাপ সিং বাংলানিউজকে জানান,  আগামী দিনেও এ ধরনের মাদকবিরোধী অভিযান চলবে।

বাংলাদেশ সময়: ০৩৪৫ ঘণ্টা, জুন ০২, ২০১৮
এসসিএন/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।