ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় দুর্বৃত্তের হামলায় সাংবাদিক আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
ত্রিপুরায় দুর্বৃত্তের হামলায় সাংবাদিক আহত দুর্বৃত্তের হামলায় আহত সাংবাদিক অনুপ দের্ব্বমা।

আগরতলা (ত্রিপুরা): আবারও ত্রিপুরার রাজধানী আগরতলায় দুর্বৃত্তের হামলায় অনুপ দের্ব্বমা (৩৫) নামে এক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি আগরতলা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমাসেন্টারে চিকিৎসাধীন। এ ঘটনায় ক্ষোভ দেখা দিয়েছে খোয়াইয়ের সাংবাদিক মহলজুড়ে।

শুক্রবার (৩০ মার্চ) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। অনুপ দের্ব্বমা আগরতলার ক্যাবল টেলিভিশন চ্যানেলের খোয়াই জেলা প্রতিনিধি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক অনুপ দের্ব্বমা জেলার আমতলি বাজারের একটি ফাস্টফুডের দোকানে বসে টিফিন খাচ্ছিলেন। এ সময় সুদীপ দের্ব্বমা নামে এক যুবক দোকানে প্রবেশ করেই চেয়ার দিয়ে অনুপের মাথায় আঘাত করেন। এতে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়েন অনুপ দের্ব্বমা। দোকানে থাকা লোকেরা অনুপকে উদ্ধার করে প্রথমে জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থা গুরুতর হওয়ায় পরে তাকে আগরতলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

শনিবার (৩১ মার্চ) সকালে অনুপ দের্ব্বমার স্ত্রী রিংকু দের্ব্বমা বাংলানিউজকে জানান, অনুপের মাথায় সাতটি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তিনি আগরতলা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমাসেন্টারে চিকিৎসাধীন।

তিনি আরও জানান,  এ ঘটনায় খোয়াই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনও অভিযুক্তকে আটক করতে পারেনি পুলিশ।  

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।